১ জুলাই থেকে বিধিনিষেধের নির্দেশনা চূড়ান্ত, কাল প্রজ্ঞাপন

কভিড-১৯ সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারন ও যানবাহনের চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা আগামীকাল প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। আজ মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, এ সাতদিন জরুরি পরিষেবা প্রদানের সঙ্গে জড়িত কর্মীরা ছাড়া ও জরুরী কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারবেন না। কেউ অকারণে ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বিধি নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন আগামীকাল বুধবার ন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও জানানো হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *