কুড়িগ্রাম মজিদা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দু শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ব্যবসা করছে।করোনার এই মহামারী পরিস্থিতিতে এক মানুষ অপর মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে আর এই পরিস্থিতিতে ব্যবসা করছে শিক্ষাব্যবস্থাকে নিয়ে।

কুড়িগ্রাম মজিদা কলেজের প্রিন্সিপাল খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ অটো পাশের নামে ২৭০০  করে টাকা নিতেছে।আমি সব শিক্ষক দের ধিক্কার জানাই যারা শিক্ষা নিয়ে পুজি করে। আমি উপর মহোদয়ের কাছে বিনীত নিবেদন জানাই যে এরকম শিক্ষক কে কলেজ থেকে ছাটাই করা হউক।তাহলে কোন শিক্ষক শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবসা করার কথা ভাববে না।https://www.facebook.com/groups/303126463382754/permalink/1425254527836603/?app=fbl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *