লিওনেল মেসিকে দলে পেতে কে না চাইবে।
সেখানে তার শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের দাবিটা তো একটু বেশিই। তাইতো, পেশাদার ক্যারিয়ারে প্রথমবারের মতো বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্র তাকে পুরনো ঠিকানায় ফিরে আসার প্রস্তাব দিতে ভুল করেনি আর্জেন্টিনার ক্লাবটি।

গত ৩০ জুন ছিল বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা, আশাবাদীও তারা। তবে আনুষ্ঠানিকভাবে তো আপাতত দু-পক্ষের মাঝে কোনো সম্পর্ক নেই। এখন মেসি ‘ফ্রি এজেন্ট।’ যে কোনো ক্লাব তাকে ফ্রি ট্রান্সফারে দলে টানতে পারে।
আর তাই, আর্জেন্টিনায় বুধবার ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই ক্লাবের টুইটার অ্যাকাউন্টে মেসির উদ্দেশে মজার একটি পোস্ট করে নিওয়েলস।
“হ্যালো লিও, শুনতে পাচ্ছো? আর্জেন্টিনায় এখন তারিখটা ঠিক ১ জুলাই…”