আপনি কি জানেন এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? পরিবর্তন হয়েছে আগের তালিকা। জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী হলেন এখন ৭২ বছর বয়সী বার্নার্ড আর্নলড। ফরাসি এই ব্যক্তির মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯৩ বিলিয়ন মার্কিন ডলার।
এইতো সেদিন পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি দিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অল্প সময়, মাত্র ১১ মিনিটের জন্য। এরপরই নিজের ধনীর তকমা হারালেন বেজস। তার মহাকাশ যাত্রা নিয়ে অনেক সমালোচনা ছিল। তার জেরেই কিনা গত শুক্রবার একদিনে অ্যামাজনের শেয়ারের ৭ দশমিক ৬ শতাংশ দরপতন হয়। তাতে বেজোসের সম্পদ কমে যায় ১ হাজার ৩০০ কোটি ডলার। সেই সুযোগে ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আর্নলড বিশ্বের সবচেয়ে ধনী বনে যান বলে জানিয়েছে ফোর্বস।
গত বছর করোনার প্রাদুর্ভাবের পর আর্নলডের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার বাড়ে। গত গ্রীষ্মে এমএইচএলভি বিক্রির লেখচিত্র ওপরেই স্থির ছিল। স্বভাবতই প্রতিষ্ঠানটির ৪৭ শতাংশ শেয়ারের মালিক আর্নলড ৪০ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন আয় করে। এমএইচএলভির প্রতিষ্ঠানগুলো হচ্ছে লুই ভিটন, মোয়েট অ্যান্ড চ্যানডন, ক্রিশিয়ান ডিওর এবং টিফফানি অ্যান্ড কো।
শেয়ারবাজারে দরপতন হলেও আমাজন দ্বিতীয় প্রান্তিকে ভালোই ব্যবসা করেছে। এ সময়ে তাদের বিক্রি ১১ হাজার ৩০০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে এ বছরের প্রথম প্রান্তিকে আমাজনের প্রবৃদ্ধি ছিল ৪৪ শতাংশ। আমাজন বলছে, তৃতীয় প্রান্তিকে গিয়ে তাদের আয় হবে ১০ হাজার ৬০০ থেকে ১১ হাজার ২০০ কোটি ডলারের মধ্যে। যদিও বাজার বিশ্লেষকদের আশা ছিল, ১১ হাজার ৯০০ কোটি ডলার। বহুদিন ধরেই এই দুই ধনকুবেরের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছিল। দীর্ঘদিন বেজোসই ছিলেন শীর্ষে।
তার সাম্প্রতিক মহাকাশযাত্রার খরচও তাকে শীর্ষ ধনীর অবস্থান থেকে সরাতে পারেনি। তবে এবার বেজোসকে হটিয়েই দিলেন ফ্রান্সের এই ধনকুবের। মূলত বেজস যখন মহাকাশে যান, তখন তাকে আর না ফিরতে গণস্বাক্ষর কার্যক্রম চালান হাজার হাজার প্রতিবাদী মানুষ। তাদের অনেকে বলেছেন, বিশ্বে যেখানে কোটি কোটি মানুষ এখনো একবেলা খেতে পায় না, সেখানে তার মহাকাশ ভ্রমণ চরম মাত্রার বিলাসিতা। আর সেই বিলাসিতা করেই কি তাহলে এক নম্বর অবস্থান হারালেন তিনি?
