Transformation of Sentences (Affirmative to Negative)
Sentence এর অর্থের পরিবর্তন না করে Sentence টির পরিবর্তন করাকে Transformation of Sentence বলে। Transformation of Sentence এর মাধ্যমে বাক্যের অর্থের কোন পরিবর্তন হয় না, শুধুমাত্র Sentence এর Structure এর পরিবর্তন ঘটে। Sentence এর এরূপ পরিবর্তনের ফলে ভাষার প্রকাশভঙ্গি শ্রুতিমধুর ও সুন্দর হয়। এর মাধ্যমে মনের ভাবকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়।
তবে আমরা অনেক সময় Transformation of Sentence (Affirmative to Negative) করতে গিয়ে না বুঝে Conversion of Sentence করে ফেলি। এইরূপ ভুল থেকে বাচার জন্য আমাদের প্রথমে জানতে হবে Transformation of Sentence এবং Conversion of Sentence এর মধ্যে পার্থক্য কি? Conversion of Sentence-এ বাক্যের গঠনের সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয় কিন্তু Transformation of Sentence শুধুমাত্র গঠনের পরিবর্তন হয়, অর্থের কোন পরিবর্তন হয় না।
To know more– www.bdonlinelearning.com