বিদ্রোহী কবি,জাতীয় কবি কাজী নজ্রুল ইসলাম।

অন্যায় ,শোষণ,ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ,বিপ্লোব ও দেশপ্রেমের উদ্দিপনাময় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসাবে নিন্দিত আসন পেয়েছেন, তিনি কাজী নজ্রুল ইসলাম।

বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন।ছেলে বেলায় লেটোর দলে গান করেছেন,রুটির দোকানে কারিগর এর কাজ করেছেন,হাবিলদার পদে ব্রিটিশ-ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।ব্রিটিশ রাজের বিরুদ্ধে লিখা-লিখির কারনে রাজদ্রোহের অপরাধে একাধিক বার কারা বরণ করেছেন।তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন।কবিতা,গল্প,উপন্যাস,নাটক,প্রবন্ধ,সংগীত প্রভিতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা নয়,ছোটদের জন্য লিখা তার কাব্যগ্রন্থ হচ্ছে- ‘ঝিংগে ফুল’, ‘সঞ্চয়ন’, ‘পিলে পটকা’, ‘ঘুম জাগানো পাখি’, ‘ঘুম পাড়ানি মাসি-পিসি’ এবং নাটক ‘পুতুলের বিয়ে’।

নজ্রুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তি যুদ্ধে প্রেরনা হিসাবে কাজ করেছে।তার রচিত ‘সন্ধ্যা’ গ্রন্থ্যের অন্তর্গত ‘চল চল চল’ গান টি আমাদের রণ সঙ্গীত।তিনি বাংলাদেশের জাতীয় কবি।

নজ্রুলের জন্ম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ শে মে, বরধ্মান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।তিনি ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *