তীব্র ঠান্ডায় যেখানে কয়েক সেকেন্ডেই জমে যায় ডিম

চীনের সবচেয়ে উত্তরের শহর মোহে। দেশটির হেইলংজিয়াং প্রদেশের শহরটি ‘চীনের উত্তর মেরু’ নামে পরিচিত।

রাশিয়ার সীমান্তবর্তী শহরটিতে সাধারণত শীত বেশিই পড়ে। তবে এবার শহরটির সর্বনিম্ন তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে।

গত রোববার শহরটিতে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াস। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটার দিকে এই তাপমাত্রা রেকর্ড করে। এটাই শহরটির সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে ১৯৬৯ সালে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

২০০৯ সালের ডিসেম্বরে চীনের ইনার মঙ্গোলিয়ার জেনহে শহরের তাপমাত্রা মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। চীনের ইতিহাসে এটা দেশটির সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

সংবাদমাধ্যম চায়না ডেইলি এক প্রতিবেদনে জানায়, মোহে শহরটি ঠান্ডা আবহাওয়ার জন্য পরিচিত। মোহেকে চীনের সবচেয়ে শীতল শহর বলে মনে করা হয়। শহরটিতে সাধারণত বছরে আট মাস শীত থাকে।

ফলে বলতে গেলে সারা বছরই শহরটি পর্যটক আকর্ষণ করে। শীত উপভোগ করতে অসংখ্য পর্যটক শহরটির বরফ ও তুষার পার্কে ভিড় করেন। তাঁরা স্কি করেন। বিগত বছরগুলোতে শহরটিতে শীতকালীন ম্যারাথন আয়োজন করা হয়েছিল।

বছরের এই সময়টাতে সাধারণত মোহে শহরের গড় তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *