এডিবি আর কখনো কয়লাভিত্তিক প্রকল্পে ঋণ দেবে না

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, এডিবি আর কখনো কয়লাভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে অংশ নেবে না। তারা এই খাতে আর ঋণ দেবে না; বরং ঋণ দেবে নবায়নযোগ্য জ্বালানি খাতে।

আজ মঙ্গলবার এডিবির ৫৬তম বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এডিবির প্রেসিডেন্ট এ কথা জানান। এডিবির এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ইঞ্চনের সংদো কনেভনসিয়া সম্মেলন কেন্দ্রে। এ সময় তিনি সম্মেলনের নানা দিক নিয়ে কথা বলেন। প্রারম্ভিক বক্তব্যের পর তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় এই অঞ্চলের জন্য উদ্ভাবনী অর্থায়ন সুবিধা (ইনোভেটিভ ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর ক্লাইমেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা আইএফ-সিএপি) নামের নতুন ঋণ কর্মসূচির ঘোষণা দেন। ফলে সংবাদ সম্মেলনের বেশির ভাগ অংশজুড়েই ছিল জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের জ্বালানি প্রকল্পের বিষয়টি। এর বাইরে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, পাকিস্তান ও শ্রীলঙ্কার অর্থনীতির সংকট এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের উচ্চ প্রবৃদ্ধির কথাও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানান, জলবায়ু পরিবর্তনজনিত সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সুতরাং জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বব্যাপী শুরু হওয়া যুদ্ধে হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জয়লাভ করবে, না হয় হেরে যাবে। এ অবস্থায় যদি জলবায়ু পরিবর্তনবিষয়ক কোনো উদ্যোগ নেওয়া না হয় তাহলে যে ক্ষতি হবে, তা মোট প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাবে। এ–সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে এডিবি প্রেসিডেন্ট জানান, শুধু ২০২২ সালেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতির পরিমাণ ৬ হাজার ৭০০ কোটি ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *