প্রথম ওয়ানডে: শুরুতেই নেই বাংলাদেশের দুই ওপেনার

নাজমুলের বিরতি

নাজমুলের বিপক্ষে টানা ৫টি ডট করেছিলেন এডেয়ার। তবে ষষ্ঠ ওভারের বলটি করলেন প্যাডের ওপর ফুললেংথে। সেটিতেই ক্লিপ করে নিজের দ্বিতীয় বাউন্ডারি পেয়েছেন নাজমুল। ৬ ওভারশেষে ২ উইকেটে ২৮ রান তুলেছে বাংলাদেশ।

সাইটস্ক্রিনের অবস্থান নিয়ে কোনো একটা ঝামেলার কারণে কিছুক্ষণ বিলম্বিত খেলা, এই ফাঁকে ড্রেসিংরুমের দিকে দৌড় দিয়েছেন নাজমুল।

১৬: ১০

লিটনের ডাক

ওয়ানডে ক্যারিয়ারে দশমবার কোনো রান না করেই আউট হলেন লিটন। এর মধ্যে ৯ বার তিনি আউট হলেন ওপেনিংয়ে এসে, ৪ বার প্রথম বলেই। বাংলাদেশ ওপেনারদের মধ্যে ০ রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে এলেন লিটন, শাহরিয়ার নাফীসের সঙ্গে। সর্বোচ্চ ১৯ বার কোনো রান না করেই আউট হয়েছেন তামিম।Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *