“কক্সবাজার”
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত এই কক্সবাজার।এটি সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।১৮ শতকে এখানের দায়িত্বে ছিলেন “CAPTAIN HIRAM COX”. তার নাম থেকেই কক্সবাজার নাম রাখা হয়।এটি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত।
“সেন্ট মার্টিন”
সেন্টমার্টিন হলো বিশ্বের অন্যতম প্রবাল দ্বীপ। এই দ্বীপ মূলত ডাবের জন্য বিখ্যাত। এটি সত্যিই একটি মনোমুগ্ধকর জায়গা।এর অপার সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নেয়।
“জাফলং”
বাংলাদেশ এবং মেঘালয়ের সীমান্তে ঝরনায় ঘেরা এই জাফলং।সিলেটর উত্তর-পূর্ব দিকে এটি অবস্থিত।খাসি উপজাতির বসবাস এখানে।এটি রূপকন্যা হিসেবে বিশ্বের কাছে পরিচিত।
“রাঙামাটি”
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। কাপতাই লেকের বুকে ভেসে থাকা ছোট্টছোট্ট এই জেলা শহর।এখানের জায়গাগুলো বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে সাজে।তবে বর্ষার সাজ একেবারেই অপূর্ব।
“খাগড়াছড়ি”
সৃষ্টিকর্তা অপার সৌন্দর্যে সাজিয়েছেন খাগড়াছড়িকে।এখানে রয়েছে আকাশ পাহাড়ের সৌন্দর্যের মেলা।যেদিকেই চোখ যায় সবুজ আর সবুজ।ভ্রমণ বিলাসীদের জন্য এটি আদর্শ স্থান।
লেখক:জান্নাতুল মুসলিমা