মানবদেহ সম্পর্কে ২০ টি মজাদার তথ্য

আমরা আমাদের নিজের শরীর সম্পর্কে অনেক কিছুই জানিনা। মানবদেহে অনেক রহস্যময় ও জটিল প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। তাই আমাদের শরীর সম্পর্কে ২০টি মজাদার তথ্য জেনে নেয়া যাক

১) মানবদেহে এক ফোঁটা রক্তে প্রায় ১০,০০০ ‘হোয়াইট ব্লাড সেল’ থাকে এবং প্রায় ২৫,০০০ ‘প্লেটলেট’ রয়েছে।

২) মানবদেহে লিভার হল এমন একটি অঙ্গ যা আঘাত বা অসুখ বা অপারেশনের জন্য কেটে গেলে তা আপনা আপনিই পুনরাবস্থায় ফিরে আসে।

৩) কোনও ব্যক্তির মুখে বিদ্যমান মোট ব্যাকটিরিয়ার সংখ্যা পৃথিবীর মোট  জনসংখ্যার সমান বা তারও বেশি।

৪) ব্যক্তির নখগুলো যদি নরম ও ভঙ্গুর এবং চাঁদহীন হয়, তাহলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে।

৫) মানবদেহের মস্তিস্কের স্পন্দন গতি ঘন্টায় প্রায়  ৪০০ কিলোমিটার।

৬) আমাদের ধারনা যে, মোট চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন মোট ২৯ টি। এদের মধ্যে সবচেয়ে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।

৭) আমাদের রক্ত মাত্র একদিনে ​​১৯,৩১২ কিলোমিটার দূরত্ব ‘দৌড়ায়’।

৮) চোখের রঙের ক্ষেত্রে ‘হেটেরোক্রোমিয়া’ হল এমন এক অবস্থা যেখানে দুটি চোখের রঙ আলাদা হয়ে থাকে। যদিও মানুষের ক্ষেত্রে এটা খুবই বিরল। কিন্তু বিড়ালদের মধ্যে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। অভিনেতা কিয়েফার সাদারল্যাণ্ডের দুচোখের রঙ ছিল আলাদা, তিনি এক্ষেত্রে বিরল মানুষ

৯) মানুষের শরীরের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার।

১০) একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নিয়ে থাকে।

১১) মানুষের চোখ প্রায় ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য বের করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর মধ্যে সবগুলো মনে রাখতে পারে না।

১২) মানবদেহের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে। কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে।

১৩) আমাদের হৃদপিণ্ড বছরে প্রায় ৩৫ মিলিয়ন বার বিট দেয়।

১৪) মানবদেহ প্রতিদিন তার প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে, যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম।

১৫) মানুষের ত্বকের প্রতি ১ বর্গ সেন্টিমিটারে প্রায় শতাধিক ব্যথা সংবেদক রয়েছে।

১৬) ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের তুলনায় স্বাদের কুঁড়ি(টেষ্ট বাট) কম থাকে।

১৭) একজন মানুষ তার জীবনে গড়ে প্রায় ৩৫ টন খাদ্যগ্রহণ করে।

১৮) একজন মানুষ তার সম্পূর্ণ জীবনের প্রায় পাঁচ বছর দারুন সক্রিয় অবস্থায় থাকে।

১৯) আমাদের মস্তিস্কে প্রতি সেকেন্ডে প্রায় ১০০০০০ টি রাসায়নিক বিক্রিয়া ঘটে।

২০)আপনার হাঁচির গতি ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *