সৌদিগামী কর্মীদের সরাসরি ভিসা আবেদনের পরামর্শ রাষ্ট্রদূতের

dollarsসৌদি আরবে যেতে আগ্রহী বাংলাদেশের কর্মীদের ভিসা–সংক্রান্ত সব ধরনের খরচ নিয়োগকর্তার বহন করার কথা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশি কর্মীদের অর্থ খরচসহ দালালদের হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বাংলাদেশি কর্মীদের সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ভিসাপ্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সৌদি দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি স্বেচ্ছাসেবী কার্যক্রম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *