বিশ্বকাপ খেলার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল।
৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল–সাকিবদের বিশ্বকাপ অভিযান। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে দুই দফায় ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এ নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের বিবর্তনটা কাছ থেকেই দেখেছেন শ্রীলঙ্কান এই কোচ। কেমন হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল?
বিসিবি প্রকাশিত এক ভিডিওতে এবারের বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের ১৫ খেলোয়াড়ের শক্তির জায়গাগুলো নিয়ে কথা বলেছেন কোচ, বলেছেন খেলোয়াড়দের কাছে তাঁর প্রত্যাশার কথাও। প্রথম পর্বে থাকছে ৫ ব্যাটসম্যানকে নিয়ে বিশ্লেষণ:
নাজমুল হোসেন
শান্ত আমাদের অধিনায়ক। সে কাজের মাধ্যমে নেতৃত্ব দেয়, সামনে থেকে নেতৃত্ব দেয়। ড্রেসিংরুমে সবার সঙ্গে মেশে। মাঠে সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের বিশ্বকাপে ওর ওপর বড় দায়িত্ব। প্রথমবার বিশ্বকাপে অধিনায়কত্বের চ্যালেঞ্জ সামলাতে হবে।
