পাকিস্তানে খেলতে যাবে বলে ভারতের চাওয়া অনুযায়ী ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তান যৌথভাবে আয়োজন করতে রাজি হওয়ায় পরে সেই জলঘোলার শেষ হয়। পরে পাকিস্তানে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে পাঠাতেও রাজি হয়নি তারা। এবার আরেক নতুন ঝামেলা পাকিয়েছে ভারত।