মানুষের এখন একটাই চাওয়া – করোনা ভ্যাকসিন আবিষ্কার । আমরা বিভিন্ন নতুন তথ্য পাই , বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বা বিভিন্নদেশে চলতে থাকা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে ।করোনা ভাইরাসের প্রতিষেধেক আবিষ্কারে তাবত দুনিয়ার বিশেষজ্ঞদের ঘাম ছুটে যাচ্ছে ।রাশিয়া ইতোমধ্যে সুখবর জানিয়েছে ।এরপরই মার্কিন ওষধ প্রস্তুতকারক সংস্থা জনসন এন্ড জনসন ভ্যাকসিন বানানোর কথা জানিয়েছে ।এছাড়া অক্সফোর্ডে ফের শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ট্রায়াল । জানা যায় , অক্সফোর্ডের তৈরি আর একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভালো সাড়া মিলেছে ।
ভারতে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হলে বাংলাদেশেও তা শুরু করা হবে । দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পযায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত ঐক্যমত হয়েছে । এদিকে ২৮ সেপ্টেম্বর( সোমবার) -স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জানিয়েছেন , রাশিয়ার উদ্ভাবিত কোভিড-১৯ এর টিকা আগামী নভেম্বর নাগাদ বাংলাদেশ পেতে পারে । তিনি বলেন ,“ বর্তমান বিশ্বে যে কয়েকটি দেশ করোনার টিকা উদ্ভাবন করে তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করেছে ,তাদের মধ্যে রাশিয়ার টিকা এগিয়ে রয়েছে ।আগামী নভেম্বরের শেষ দিকে এ টিকা বাজারজাত হতে পারে।অগ্রাধিকার ভিত্তিতে আমরা এ টিকা পাওয়ার চেষ্টা করছি।”