যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজের অনুমোদন চেয়ে আবেদন জনসন কোম্পানির

জনসন অ্যান্ড জনসন তাদের করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ)…

হ্যাটট্রিক করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

দিনটা এমনিতেই বিশেষ ছিল। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এস্তাদিও মন্যুমেন্তালের দর্শকদের সামনে কোপা আমেরিকার শিরোপা তুলে…

বন্যার কারণে প্রথম দিনেই স্কুলে যেতে পারেনি পাঁচ হাজার শিক্ষার্থী

গতকাল রোববার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও রাজবাড়ির ২৪টি প্রাইমারি স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ক্লাসে ফিরতে…

‘আফগানিস্তানে জনগণের সরকার হলে গ্রহণ করবে বাংলাদেশ’

'আফগানিস্তানে জনগণের সরকার হলে গ্রহণ করবে বাংলাদেশ'

E-valy banner

 

আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানরা যে সরকার গড়বে, তা বাংলাদেশও মেনে নেবে।

গোঁড়া ইসলামী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের পরদিন সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশের অবস্থান প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তালেবান ক্ষমতায় আসায় ঢাকা-কাবুল সম্পর্কে প্রভাব পড়বে কি না- এ প্রশ্নে মোমেন বলেন, ‘আফগানিস্তান সার্কের সদস্য, আমাদের বন্ধুরাষ্ট্র। আমরা চাই, তাদেরও উন্নতি হোক। সবাইকে নিয়ে সবার উন্নয়ন করতে চাই। নতুন যে সরকারই আসুক,

\হসেটা যদি জনগণের সরকার হয়, তাহলে আমরা তাকে গ্রহণ করব।’

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতায় ছিল। ২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে তারা উৎখাত হয়।

যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্যও আফগানিস্তান ছাড়তে শুরু করায় সশস্ত্র তালেবান গোষ্ঠী আবারও দেশটির ক্ষমতা দখল করেছে। তারা আগের মতো আফগানিস্তানে ‘ইসলামি আমিরশাহি’ প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করি। সে দেশের মানুষের যেটা ইচ্ছা, তারা যেটা ইচ্ছা করে সরকার গঠন করে, তাতে বিশ্বাস করি। বাংলাদেশের সব সরকারের সঙ্গে বন্ধুত্ব। যে সরকারই আমাদের থেকে সাহায্য-সহযোগিতা চাইবে, তাদের সাহায্য-সহায়তা দান করব। যদি তালেবান সরকার হয় এবং হয়েছে; এবং সেটা যদি জনগণের সরকার হয়, অবশ্যই তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে।’

স্থায়ী সরকার এলে সহযোগিতা

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একই দিন এক সংবাদ সম্মেলনে বলেছে আফগানিস্তানে স্থায়ী সরকার এলে বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমরা তৃতীয় কোনো দেশ দ্বারা প্রভাবিত হয়ে আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। আঞ্চলিক সমৃদ্ধির জন্য আমরা চাই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আফগানিস্তানের মানুষের অনেক সক্ষমতা আছে। তারা সেটি ব্যবহার করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক।

তিনি বলেন, সে বিষয়ে বাংলাদেশ সার্বিক সহযোগিতা করবে। আমরা সেজন্য প্রস্তুত, সেজন্য স্থায়ী সরকারের প্রয়োজন। সামনের দিনে যখন আমরা বুঝব একটি স্থায়ী সরকার এসেছে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বাকিদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি অসুবিধায় থাকলে দূতাবাসে যোগাযোগ করলে সরকার ব্যবস্থা নেবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে যাচ্ছে না রিয়াল মাদ্রিদ

সকাল থেকে হঠাৎ উত্তেজনা স্প্যানিশ সংবাদমাধ্যমে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের ওপর ত্যক্ত-বিরক্ত হয়ে নাকি লা…

Zealandia: Discovering A Eighth Continent Immersed !!

This new continent was discovered by scientists in the waters around New Zealand and submerged at…

Popular Content Management System ‘WordPress’

WordPress is a popular and powerful content management system (CMS), Which is open source technology blogging…

যে কারণে শীর্ষ ধনীর স্থান হারালেন বেজোস

আপনি কি জানেন এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? পরিবর্তন হয়েছে আগের তালিকা। জেফ বেজোসকে হটিয়ে…

EVGA is replacing the Nvidia RTX 3090 GPUs broken by Amazon’s New World

It was recently reported that some players invited to the closed beta for Amazon’s upcoming MMO New…

Kishwar, who ‘reimagined’ Bengali dishes in MasterChef Australia 2021, finishes third

Kishwar Chowdhury of Bangladeshi descent has finished third in the 2021 edition of the prestigious MasterChef…