site logosite logo
অনুসন্ধান
পুরো টেকস্ট অনুসন্ধান করুন
বিশ্ব
আইএস বন্দীশালা থেকে পালানো ইয়াজিদি মেয়েদের করুণ কাহিনী নিয়ে প্রামান্যচিত্র: হেল এ্যান্ড হ
২০১৪ সালের আগষ্ট মাসে ইসলামিক ষ্টেট জঙ্গীরা ইরাকের হাজার হাজার ইয়াজিদি মেয়ে অপহরণ করে। ইসলামিক ষ্টেটের কবল থেকে মুক্ত হতে সেইসব মেয়েদের অনেকেই প্রানের ঝুঁকি নিয়ে পালায়। পালিয়ে আসা সেইসব মেয়েদের গল্প শোনার জন্য দক্ষিন-পশ্চিম জার্মানীর একটি শহরে সফর করেন ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা। মুক্তির পথের সন্ধান পেতে সেইসব মেয়েগুলোকে কতো সংগ্রাম করতে হয়েছে সেই গল্প শুনুন আমাদের এই প্রামান্যচিত্র “হেল এ্যান্ড হোপ” এ।
২০১৪ সালের আগষ্ট মাসে ইসলামিক ষ্টেট জঙ্গীরা ইরাকের হাজার হাজার ইয়াজিদি মেয়ে অপহরণ করে। ইসলামিক ষ্টেটের কবল থেকে মুক্ত হতে সেইসব মেয়েদের অনেকেই প্রানের ঝুঁকি নিয়ে পালায়। পালিয়ে আসা সেইসব মেয়েদের গল্প শোনার জন্য দক্ষিন-পশ্চিম জার্মানীর একটি শহরে সফর করেন ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা। মুক্তির পথের সন্ধান পেতে সেইসব মেয়েগুলোকে কতো সংগ্রাম করতে হয়েছে সেই গল্প শুনুন আমাদের এই প্রামান্যচিত্র “হেল এ্যান্ড হোপ” এ।
গ্রন্থনা করেছেন: আমীষ শ্রীবাস্তব, মলি ম্যাকিটারিক
বাংলা ভাষান্তর ও বর্ণনা: Farjana boby
বিশেষ ধন্যবাদ: ষ্টেট অব বাডেন উর্টেমবার্গ, জার্মানী