হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারি মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদীস হিসাবে মনোনীত করা হয়েছে। এছাড়া এককভাবে কাউকে মুহহামিম (মহাপরিচালক) নিয়োগ না দিয়ে ৩ জনের একটি মুহতামিম প্যানেল মনোনীত করা হয়। মুহতামিমের পদে যৌথভাবে ৩ জন হবেন আল্লামা আহমদ শফির স্থলাভিষিক্ত।
আল্লামা আহমদ শফির জানাজা ও দাফন শেষে মাদ্রাসা পরিচালনা কমিটি (শুরা) বৈঠকে বসে উপরে উল্লেখিত সিদ্ধান্ত নেয়। মুহতামিমের প্যানেলে দায়িত্বপ্রাপ্ত ৩ জন হলেন, মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা আবদুস সালাম চাঁটগামী, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গত বৃধবার হাটহাজারি মাদ্রাসায় ছাত্ররা আল্লামা আহমদ শফি পুত্র মাওলানা আনাসের বহিস্কারসহ ৬ দফা দাবীতে আন্দোলন শুরু করে। তীব্র ছাত্র আন্দোলনের মুখে বৃহস্পতিবার রাতে মুহতামিমের পদ থেকে পদদ্যাগের ঘোষণা দেন আল্লামা আহম শফি। এরপরই বয়োজ্যষ্ঠ বরেণ্য এ আলেমকে নেয়া হয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হয় ঢাকার আজগর আলী হাসপাতালে। এ দিনই সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
আল্লামা আহমদ শফির পদত্যাগের ফলে মুহতামিমের পদটি শূণ্য হয়।