এ বছর বিজ্ঞাপন থেকে আয় বাড়লেও সামনে কঠিন দিন দেখছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। এ বছর করোনা মহামারির কারণে ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে। তবে ২০২১ সালের আয় নিয়ে এখন থেকেই দুশ্চিন্তা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর—এ তিন মাসে ফেসবুকের রাজস্ব ২২ শতাংশ বেড়ে ২ হাজার ১৪৭ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।
বাজার বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, বছরের তৃতীয় প্রান্তিকে সর্বোচ্চ ১২ শতাংশ রাজস্ব হবে ফেসবুকের। কিন্তু ফেসবুক তাদের পূর্বাভাস ছাড়িয়ে আরও বেশি আয় করেছে। ফেসবুকের এ আয় বাড়ার কারণ মূলত মহামারির কারণে ফেসবুকের বিজ্ঞাপনের ওপর ব্যবসাগুলোর নির্ভরতা বেড়ে যাওয়া।