ইংলিশ প্রিমিয়ার লিগে যাচ্ছে না রিয়াল মাদ্রিদ

সকাল থেকে হঠাৎ উত্তেজনা স্প্যানিশ সংবাদমাধ্যমে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের ওপর ত্যক্ত-বিরক্ত হয়ে নাকি লা লিগাকে বিদায় বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ! স্পেনের সবচেয়ে সফল দল নাকি স্প্যানিশ ফুটবল লিগকে ‘টাটা গুডবাই’ বলে উপসাগর-সাগর পার হয়ে ইংল্যান্ডে হাজির হবে। লা লিগায় আর নয়, ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলতে যাবে তারা!

এমন বিস্ময়কর ও অদ্ভুতুড়ে খবর বিশ্বাস করা কঠিন। কিন্তু গত কিছুদিন লা লিগার সঙ্গে প্রায় প্রতিটি বিষয়ে যেভাবে বাধছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার, তাতে এমন গুঞ্জনই হঠাৎ শক্তিশালী হয়ে ওঠে। সে কারণেই হয়তো এমন অবিশ্বাস্য এক গুঞ্জনের জবাবেও মুখ খুলতে হলো রিয়ালকে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তারা এমন খবরকে বিশ্বাস করতে মানা করে দিয়েছে।

আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

 

ঝামেলাটা বাধিয়েছেন মুন্দো দেপোর্তিভোর এক ক্রীড়া সাংবাদিক। বার্সেলোনাভিত্তিক এই পত্রিকার সাংবাদিক ফের্নান্দো পোলো হঠাৎ তাঁর প্রতিবেদনে লিখেছেন, লা লিগা থেকে বের হয়ে যেতে চায় রিয়াল। পোলোর সে প্রতিবেদনে বলা হয়েছিল, ‘রিয়াল মাদ্রিদ সত্যি সত্যি লা লিগা ছেড়ে যেতে চায় এবং আগামী কয়েক সপ্তাহে প্রিমিয়ার লিগে যোগ দিতে চাইছে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের ওপর বিরক্ত হয়ে উঠেছে এই ক্লাব।’

পোলো জানিয়েছেন, শুধু যে ইংলিশ প্রিমিয়ার লিগের দিকেই নজর রিয়াল মাদ্রিদের, এমন নয়, ‘রিয়াল মাদ্রিদ সিরি “আ” এবং বুন্দেসলিগার মতো লিগগুলোতে যোগ দেওয়ার কথাও ভাবছে। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের মনে হচ্ছে, রিয়াল মাদ্রিদের জন্য প্রিমিয়ার লিগই সেরা প্রতিযোগিতা।’

 

আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদ ও লা লিগার সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। একদিকে ইউরোপিয়ান সুপার লিগ সৃষ্টি করতে চাওয়ার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন লা লিগার সভাপতি। ওদিকে লিগের বেঁধে দেওয়া বিভিন্ন বিধিনিষেধের কারণে দুই শীর্ষ ক্লাব বিপদে পড়েছে অনেক। বেঁধে দেওয়া বেতন সীমার জন্য লিওনেল মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বার্সেলোনা। ওদিকে পিএসজি যেন মেসিকে নিতে পারে সেটা নিশ্চিত করতে ফ্রেঞ্চ লিগ ঠিকই পিএসজির বেতন সীমা তুলে দিয়েছে!

এসবের মধ্যেই লা লিগা নতুন এক আর্থিক চুক্তি করেছে সিভিসির সঙ্গে। এই চুক্তিতে প্রাথমিকভাবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ২৭ কোটি ইউরোর বেশি দেওয়া হবে। কিন্তু এর বিনিময়ে আগামী ৫০ বছরের জন্য ক্লাবের আয়ের ১০ শতাংশের মালিকানা পেত সিভিসি। স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগের ৪২টি ক্লাবের মধ্যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও এবং দ্বিতীয় বিভাগের রিয়াল ওভিয়েদো এই চুক্তিতে আপত্তি জানিয়েছে এবং চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারেও লা লিগা সভাপতির সঙ্গে বেধেছে রিয়াল মাদ্রিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *