ইতিহাস গড়ে নক আউট পর্বে উঠলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা

ক্যাসিমিরোর গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে শেষ ষোলো তে নিজেদের অবস্থান নিশ্চিত করলো ব্রাজিল।

সোমবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইসদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এর আগে ব্রাজিল কখনোই সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায় নি। ১৯৫০ সালে এবং সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে ড্র করে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের। সেই রেকর্ড ভেঙে ব্রাজিল এবার জয় পেয়েছে সুইসদের বিপক্ষে ।আর এই জয়ের নায়ক ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসিমিরো। প্রথম গোলটি অবশ্য আসে ভিনিসিয়াসের পা থেকে, তবে সেটি অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ম্যাচের ৮৩ মিনিটে ক্যাসিমিরো গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে।

 

শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক খেলেছে। তবে শট মিস হওয়ায় গোল পায়নি প্রথমার্ধে। এবং পুরো ম্যাচ জুরে সুইজারল্যান্ডের শট অন টার্গেট ছিলো শূণ্য। এই নিয়ে দুই ম্যাচে ১৮০ মিনিটে ব্রাজিলের বিপক্ষ দলের শট অন টার্গেট ছিলো শূণ্য। এথেকেই বোঝা যায় ব্রাজিলের ডিফেন্সের ধরন। ক্যাসিমিরো যে শুধু গোল করেছেন তাই নয়, সামলিয়েছেন মাঝমাঠও। গ্যালারিতে উপস্থিত থাকা সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো ম্যাচের আগেই বলেছিলেন ক্যাসিমিরোর কথা ,কেননা তিনিও একসময় ছিলেন ক্যাসিমিরোর পজিশনে। তাই ক্যাসিমিরোর ওপর তার আশা এবং আস্থা ছিলো।তার সাথে গতকালের ম্যাচে দর্শক হিসেবে আরো ছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা, দুইবারের বিশ্বকাপ জয়ী রোলান্দো নাজারিও, এবং আরো একজন তারকা কাকা। ইনজুরির কারণে কাকা কে কম সময়ে ব্রাজিল দল থেকে বিদায় নিতে হয়েছে,নয়তো  এখনো তাকে ফুটবলের মাঠে দেখা যেত।

কাতার বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল এবং সুইসদের বিপক্ষে জিতে ইতিহাস সৃষ্টি করলো। সেলেসাওদের সামনে এখন হাতছানি ষষ্ঠ বিশ্বকাপের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *