এ বিদায় লম্বা সময়ের জন্য নয়: ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে বিদায়ের আগে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার হোয়াইট হাউস ছেড়ে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে তাঁর জন্য সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে এ ভাষণ দেন ট্রাম্প। এতে তিনি নিজের পরিবারের সদস্যদের নিয়ে কথা বলেন ও তাঁদের ধন্যবাদ জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আজ বুধবার হোয়াইট হাউস ছেড়ে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে তাঁর জন্য ছোট পরিসরে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ তাঁদের সন্তানেরা। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নিজের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই পরিবার কত কঠোর পরিশ্রম করেছে, সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই। তারা অনেক সহজ জীবন কাটাতে পারত।’

ট্রাম্প ‘সব সময় লড়াই’ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি জো বাইডেন প্রশাসনের ‘শুভ কামনা’ করেছেন।

 

ট্রাম্প পরিবার ও স্টাফদের উদ্দ্যেশ করে অনুষ্ঠানে বলেন, ‘আপনারা দারুন মানুষ। এটি মহান এক দেশ। আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি আপনাদের জন্য সব সময় লড়াই চালিয়ে যাব। আমি নজর রাখব, আমি শুনব এবং আমি বলব, এই দেশের ভবিষ্যৎ এর চেয়ে ভালো কখনো হবে না। নতুন প্রশাসনের জন্য শুভকামনা। আমি আশাবাদী, তাঁরা সফল হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *