একটি মানবিক সাহায্যের আবেদন

মো. বায়েজীদ, পিতা মো.হান্নান।ঠিকানা:দক্ষিণ দিঘলদী, ০৭নং ওয়ার্ড।
বয়স আর কত! এই তো সেদিন সবে দু’বছরে পা দিল মাত্র। যে বয়সে হাঁটতে শেখার কথা সে বয়সে ছেলেটি আজ প্রায় শয্যাশায়ী। আধো আধো বুলিতে যখন আব্বা আম্মা ডাকার কথা, খিলখিল হাসিতে যখন সবাইকে মুগ্ধ করে রাখার কথা,তখন সে লড়ছে এক দূরারোগ্য ব্যধীর সাথে। গুনছে তার আয়ুর অবশিষ্ট দিনগুলি।তার দুটি কিডনিই ড্যামেজ। মহান রবের অশেষ দয়াই তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে।ডাক্তার জানিয়েছেন কিডনির এই ব্যায়বহুল চিকিৎসার জন্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন। বায়েজিদের বাবা একজন অসচ্ছল দর্জি। এপর্যন্ত প্রায় ৬ লক্ষ টাকা ব্যায় হয়েছে তার চিকিৎসায়, তবু উন্নতি নেই শরীরের। বরং দিনদিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ক্রমশই। এত ব্যয় বহন বায়েজিদের অসচ্ছল বাবার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আকুল আবেদন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বায়েজিদকে আরও কিছুদিন পৃথিবীর বুকে বাঁচার সুযোগ করে দিন। এক অসহায় বাবার কাছে তার সন্তানকে ফিরিয়ে দিতে সাহায্য করুন। এক দুঃখীনি মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে এগিয়ে আসুন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
নগদ এবং বিকাশ একাউন্ট নাম্বার: 01331300283

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *