এবার নিজের সেই চিঠি স্থগিত করলেন অর্থমন্ত্রী

লা মেরিডিয়ান হোটেলকে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিষেধাজ্ঞার পর এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও তাঁর দেওয়া এ–সংক্রান্ত চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর পক্ষে তাঁর একান্ত সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর পাঠানো এ–সংক্রান্ত চিঠির বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে আগের চিঠির কার্যকারিতা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে আজ নতুন করে চিঠি পাঠানো হয় মন্ত্রীর দপ্তর থেকে।

 

এবার নিজের সেই চিঠি স্থগিত করলেন অর্থমন্ত্রী

গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে লেখা অর্থমন্ত্রীর ৮ সেপ্টেম্বরের চিঠিকে ঢাল হিসেবে ব্যবহার করে লা মেরিডিয়ান হোটেলের মালিকানায় থাকা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সরাসরি তালিকাভুক্তি বা ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হয়। ওই চিঠিতে অর্থমন্ত্রী বেসরকারি খাতের কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে বিএসইসির নিষেধাজ্ঞা–সংক্রান্ত নির্দেশনা শিথিলের কথা বলা হয়েছিল।

 

লা মেরিডিয়ান হোটেল
লা মেরিডিয়ান হোটেল

বিএসইসি নির্দেশনা শিথিলের কোনো সিদ্ধান্ত না নিলেও বিএসইসির নিষেধাজ্ঞা অমান্য করে বেসরকারি কোম্পানিকে সরকারি কোম্পানির তকমা দিয়ে কোম্পানিটিকে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নেন ডিএসইর প্রভাবশালী এক পরিচালক। যিনি ১৯৯৬ ও ২০০০ সালের দুবারের শেয়ার কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত। তাঁরই প্রভাবে ডিএসইর আজকের পর্ষদ সভার অনুমোদনের জন্য বিষয়টিকে গতকাল বুধবার সরকারি ছুটির দিনে অতিরিক্ত আলোচ্যসূচি হিসেবে নথিভুক্ত করা হয়।

 

লা মেরিডিয়ান হোটেল

উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রক সংস্থা যেন ত্বরিত কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে। আবার ছুটির দিন হওয়ায় বিষয়টি নিয়ে যাতে খুব বেশি জানাজানি না হয়। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। বিষয়টি জানাজানি হয়ে গেলে ছুটির দিনে বিএসইসি জরুরি ভিত্তিতে এ

 

লা মেরিডিয়ান হোটেল

 

বিষয়ে পদক্ষেপ নেয়। কোম্পানিটিকে তালিকাভুক্তির বিষয়ে পর্ষদ সভায় কোনো ধরনের আলোচনা না করার নির্দেশ দেয় বিএসইসি। পাশাপাশি এ বিষয়ে ডিএসইর কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *