কে পদ্মা সেতুর নাট বল্টু ব্যাক্তি

পদ্মা সেতুর নাট বল্টু খোলার ব্যাক্তির নাম বায়েজিদ ইসলাম গ্রামের বাড়ি পটুয়াখালী তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে । তার বয়স ৩১ বছর , নাট গুলো খোলার জন্য বায়েজিত রেঞ্জও নিয়ে গিয়েছিলেন  বলে তিনি নিজে সিআইডিকে এ কথা বলেছে। বায়েজিত বাংলাদেশ ছাত্রদলের একজন সদস্য । তার পরিবার সবাই বিএমপি করে, গ্রামের সবাই এ কথা নিশ্চিত করেছেন, সূত্র বাংলাদেশ  মিডিয়া। বায়েজিদ তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত তাকে জেল থেকে ছাড়া হবে না

পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা হয়নি, ধারণা সিআইডির - Beanibazar  View24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *