প্রতিরোধশক্তিভিত্তিক চিকিৎসা যেসব ক্যানসার রোগীর ক্ষেত্রে কাজ করে না,
তাঁদের দেহে রোগটির বিস্তার ঠেকিয়ে রাখার উপযোগী একটি নতুন চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করেছেন চিকিৎসকেরা।
ক্যানসারের চিকিৎসায় প্রতিরোধী শক্তি ব্যবহার করাকে ইমিউনোথেরাপি বলা হয়। সার্জারি, রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপির মতো পদ্ধতিগুলো ব্যর্থ হলে ইমিউনোথেরাপি ব্যবহার করে রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করা হয়ে থাকে। এ পদ্ধতিতে রোগীর রোগ প্রতিরোধব্যবস্থা ব্যবহার করে ক্যানসারের কোষগুলোকে ধ্বংস করে দেওয়া
হয়। তবে ইমিউনোথেরাপিও অনেক রোগীর ক্ষেত্রে কাজ করে না। এ পদ্ধতি ব্যবহারের পরও মাঝেমধ্যে অনেকের টিউমার বড় হয়ে যেতে পারে। এমন অবস্থায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা নতুন আরেকটি চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন। তাঁদের আশা, বিদ্যমান পদ্ধতিতে যাঁদের আর চিকিৎসা দেওয়া সম্ভব নয়, বিকল্প না পেয়ে যাঁরা মৃত্যুর প্রহর গুনছেন, তাঁদের আরও বেশি দিন বাঁচার সুযোগ করে দেবে এ চিকিৎসাপদ্ধতি। খবর দ্য গার্ডিয়ানের
যুক্তরাজ্যের ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, ইমিউনোথেরাপি এবং পরীক্ষামূলক ওষুধ গুয়াডেসাইটাবিনের সমন্বয়ে নতুন একটি চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করেছেন তাঁরা।
ইমিউনোথেরাপিতে ব্যবহৃত ওষুধ পেম্ব্রোলিজুমাব এবং ডিএনএ হাইমিথাইলেটিং এজেন্ট গুয়াডেসাইটাবিনের মিশ্রণে পরীক্ষামূলকভাবে কয়েকজন ক্যানসার রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়েছিল। প্রথম ধাপের পরীক্ষায় এক-তৃতীয়াংশের বেশি রোগীর শরীরে ক্যানসারের বিস্তার থামিয়ে দেওয়া গেছে। ইমিউনোথেরাপি অব ক্যানসার নামক সাময়িকীতে নতুন এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
#যুক্তরাজ্য. নতুন আবিষ্কার