রাজধানীর এলিফ্যান্ট রোডের দোকানগুলোর দিকে তাকালেই দেখা যাবে ছাড়ের ছড়াছড়ি। পোশাক থেকে শুরু করে জুতা—প্রায় সব দোকানেই নানা ছাড় চলছে। তবে বিক্রেতারা হতাশ যে এত ছাড়ের পরও আশানুরূপ ক্রেতা নেই। বেচাবিক্রি এখনো চাঙা হয়ে ওঠেনি।
ঈদুল আজহার আর এক সপ্তাহ বাকি। পোশাক কেনার প্রতি আগ্রহ ঈদুল ফিতরের মতো না হলেও এ ঈদেও ভালো বিক্রি হয়ে থাকে বলে জানান দোকানিরা। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা প্রাদুর্ভাবের জন্য দীর্ঘদিন সব বন্ধ থাকার পর মে মাসের মাঝামাঝি থেকেই দোকানপাট, শপিংমল সব চালু করে দেওয়া হয়। ধাপে ধাপে দোকান খোলা রাখার সময়ও বাড়ানো হয়। তবে ঈদ বাজারে সেভাবে ক্রেতা ফেরেনি।