ডেঙ্গু: দৈনিক রোগী এবছর প্রথম হাজার ছাড়াল

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকার মধ্যে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিতে। এই বছর এক দিনে হাসপাতালে এক রোগী আগে দেখা যায়নি। এর আগের সর্বোচ্চ সংখ্যাটি ছিল ৮৮৯। গত সোমবার সেই খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তির তথ্য জানান হয়। এই রোগীদের ৬২৮ জন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪২৬ জন ঢাকার বাইরে। নতুন ভর্তিদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৮৯৭ জন।

মশার প্রজননস্থলে কীটনাশক ছিটাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই সংখ্যাও এবছর একদিনে সর্বোচ্চ। এর আগে সোমবার ৬ জনের মৃত্যুর খবর এসেছিল। নতুন সাতজনকে নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ হল।এবছর ডেঙ্গু ভয়াবহ হয়ে ওঠার শঙ্কার মধ্যে জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের।জুলাইয়ের প্রথম ১১ দিনেই সেই সংখ্যা পেরিয়ে গেছে। জুলাইয়ের প্রথম ১১ দিনে ৬ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *