“Japanese Eshima Ohashi Bridge”
রোলার কাস্টারের মতো দেখতে এই ব্রিজটি ইন্জ্ঞিনিয়ারিং এর একটি অপূর্ব নমুনা।এই ব্রিজ দিয়ে উপরে ওঠার সময় হার্টবিট বেড়ে যায়।
“China Glass Bridge”
এই ব্রিজে এমন একটি প্রজেক্টর লাগানো হয়েছে যখনই এটার উপর দিয়ে হাটা হয় তখন মনে হয় এটা ভেঙে যাবে।অনেক মানুষ এখানে হাটতে গিয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে।
“Ai-petri Bridge”
এই ব্রিজটি দুটি পাহাড়কে যুক্ত করেছে।৪০০০ ফিট উচ্চতা বিশিষ্ট এই ব্রিজটি দড়ি আর কাঠ দিয়ে বানানো হয়েছে। ঝড়ো হাওয়ায় সময় এর উপর দিয়ে হাটলে এটি জোরে জোরে দুলতে থাকে।