নাজমুলের বিরতি
নাজমুলের বিপক্ষে টানা ৫টি ডট করেছিলেন এডেয়ার। তবে ষষ্ঠ ওভারের বলটি করলেন প্যাডের ওপর ফুললেংথে। সেটিতেই ক্লিপ করে নিজের দ্বিতীয় বাউন্ডারি পেয়েছেন নাজমুল। ৬ ওভারশেষে ২ উইকেটে ২৮ রান তুলেছে বাংলাদেশ।
সাইটস্ক্রিনের অবস্থান নিয়ে কোনো একটা ঝামেলার কারণে কিছুক্ষণ বিলম্বিত খেলা, এই ফাঁকে ড্রেসিংরুমের দিকে দৌড় দিয়েছেন নাজমুল।
১৬: ১০