‘বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে’

মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকা না-থাকা নিয়ে কত নাটকই হলো! বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত তাঁকে ঘিরে ছিল অনিশ্চয়তা। অথচ সেই মাহমুদউল্লাহই এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এখন পর্যন্ত তিন ইনিংস খেলে তাঁর রানসংখ্যা ৪১*, ৪৬, ১১১। কিন্তু প্রশ্ন হলো, মাহমুদউল্লাহ ব্যাট করছেন কোন পজিশনে?

এখন পর্যন্ত ৩ ইনিংস খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বকাপে ব্যাট করছেন ছয়, সাত ও আট নম্বর পজিশনে। প্রথম ম্যাচে ব্যাট করেছেন আটে, পরের ম্যাচে সাতে এবং গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে খেলেছেন ১১১ রানের ইনিংস।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন, ছয়, সাত ও আট নম্বর পজিশনে ব্যাট করার কারণে মাহমুদউল্লাহর সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *