নিজস্ব প্রতিনিধি, আবু ওসমান মুমিন:-করোনার মহামারীতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া টু চরিয়ারবিল মানবতার গাড়ি নিয়ে সাধারণ জনগণসহ ভ্যানচালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সোর্হাত হাসান মামুন । রোজার শুরু থেকেই অদম্য ইচ্ছে ছিলো তার।
মঙ্গলবার(৫ মে) বিকেলে শেখপাড়া বাজার বাসস্ট্যান্ড থেকে চরিয়ারবিল বাসস্ট্যান্ড পযর্ন্ত এই ইফতার তুলে দেন সোর্হাত হাসান মামুন, তার সহোযগিতায় ছিলেন রানা আহম্মেদ অভি, আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।
সহায়তা নিতে আসা একজন বলেন- জনপ্রতিনিধিদের কাছে ঘুরে ঘুরে কোনো ত্রাণ পাইনি। নাতির বয়সী ছেলেরা আজ আমাকে ইফতার দিয়েছে ।
সোর্হাত হাসান মামুন বলেন, আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা মানবতাকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই। সততার সঙ্গে চলার চেষ্টা করছি। তাই সততার সঙ্গে মানুষের পাশে থাকতে চাই। মানুষের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করতে চাই। করোনা পরিস্থিতিতে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করলেও যতটুকু পারি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি সহযোগিতা নিয়ে।
<iframe frameborder=”0″ scrolling=”no” marginheight=”0″ marginwidth=”0″width=”788.54″ height=”443″ type=”text/html” src=”https://www.youtube.com/embed/d5ZKj9f2DN0?autoplay=0&fs=0&iv_load_policy=3&showinfo=0&rel=0&cc_load_policy=0&start=0&end=0&origin=https://youtubeembedcode.com”><div><small><a href=”https://youtubeembedcode.com/en”>youtubeembedcode en</a></small></div><div><small><a href=”http://add-link-exchange.com”>http://add-link-exchange.com</a></small></div></iframe>
youtubeembedcode enhttp://add-link-exchange.com