তাসকিন আহমেদকে শ্রীলঙ্কার লঙ্কান লীগে খেলার অনুমতি দিলোনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের লঙ্কান প্রিমিয়ার লিগ। এই আসরে ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। এরপরে বিসিবিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে খেলার অনুমতি চেয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে বিসিবি তাকে সেখানে খেলার অনুমতি দেয়নি।
অপর দিকে তাসকিন আহমেদ অনুমতি না পেলেও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। আর ডাক পেয়েও আরেক পেসার শরিফুল ইসলাম ছাড়পত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেননি। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে তাসকিন আহমেদকে খেলার অনুমতি দেয়নি বিসিবি।
এই মুহূর্তে জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলছেন তাসকিন আহমেদ। তবে এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ এই বোলায় বিশ্রামে থাকুক, এমনটাই চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) । ফলে ইন্জুরির কথা বিবেচনায় রেখে তাকে শ্রীলঙ্কা যাওয়ার অনুমতি দেয়া হয়নি, এমনটিই ধারণা করা হচ্ছে। এর আগেও পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলেও ডাক পেয়ে ইন্জুরির কথা মাথায় রেখে টুর্নামেন্টগুলোতে খেলেতে যাননি তাসকিন আহমেদ ।