সুইজারল্যান্ডে কোয়ারেন্টাইনে থাকতে হবে না ভ্যাকসিন নেয়া ভ্রমণকারীদের
উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) এবং ইউরোপীয় দেশগুলোর যেসব লোকজন ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে নিজ দেশে ভ্রমণের অনুমতি দিচ্ছে সুইজারল্যান্ড। এসব ভ্রমণকারীকে ভ্রমণের আগে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে না এমনকি সুইজারল্যান্ডে প্রবেশের পর কোয়ারেন্টাইনেও থাকতে হবে না বলে জানানো হয়েছে।
সিনোফার্মসহ ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করলেই এখন থেকে সুইজারল্যান্ডে ভ্রমণ করা যাবে।
ইউরোপীয় ইউনিয়ন এবং জিসিসিভুক্ত দেশগুলোর যেসব নাগরিক ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন তারা কোয়ারেন্টাইন ছাড়াই সুইজারল্যান্ডে ভ্রমণের অনুমতি পাচ্ছেন।
এসব নাগরিকরা ইউরোপের অন্যান্য দেশেও ভ্রমণ করতে পারবেন।