৩৬ এর লজ্জায় ডুবল দাদারা !

ক্রিকেট বিশ্বকে নিয়ে আলোচনা করতে হলে আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে ভারতকে নিয়ে আর ভারতকে নিয়ে আলোচনা করলেই করতে হবে তাদের ব্যাটিং   নিয়ে।

virat-kohli

 

 

 

 

 

 

কিন্তু যখন আপনি জানতে পারবেন ৩৬ রানে শেষ হয়ে গেল ভারত  তাও যখন আপনি আছেন ২০২১  সালে। বিষয়টি অবিশ্বাস্য হলেও সম্পূর্ণ সত্য ।কথা বলছিলাম অ্যাডিলেডের টেস্ট ম্যাচ সম্পর্ক।

 

 

 

 

 

 

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম  ম্যাচে  লজ্জাস্কর হার ভারতীয়দের জন্য মেনে নেওয়া কঠিন ।পাঁচ দিনের টেস্ট ম্যাচে তিন দিনেই শেষ করলো অস্ট্রেলিয়া এবং হাতে আট  উইকেট রেখেই যা ভারতীয়দের জন্য লজ্জার বিষয়। ভারতের কোন খেলোয়াড় দুই অঙ্কের ঘরে  পৌঁছাতেই পারেনি দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন যেই ব্যাটসম্যান তিনি হলেন আগারওয়াল এবং তার রান হল 9 রান।অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের সামনে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি ভারতের কোন ব্যাটসম্যান তাদের রান ৪, ৯, ২, ০, ৪, ০ ,৮, ৪, ০, ৪, ১ যা অনেকটা মোবাইল ফোন নম্বরের মত দেখা যাচ্ছে। ৩৬ যা টেস্টে ভারতের এক ইনিংসে সর্বনিম্ন রান।চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পরের তিন ম্যাচে কোহলিকে আর পাচ্ছে না সফরকারী দল  ভারত যা আরও দুশ্চিন্তার হতে পারে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *